আগরতলা, ১৮ মে, ২০২৫ঃ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের টেট ১ ও টেট ২ পরীক্ষার প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এবং ভুল উত্তর কী নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন পরীক্ষার্থীরা। শনিবার তাঁরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরার চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেন।
পরীক্ষার্থীদের দাবি, এবারের টেট পরীক্ষায় প্রায় ৪০টিরও বেশি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে, যা তাঁদের সঙ্গে চরম অবিচার বলে মনে করছেন। পাশাপাশি তাঁরা অভিযোগ করেন, টেন্টেটিভ উত্তর কী-তেও একাধিক ভুল রয়েছে এবং কিছু প্রশ্নের ভাষাগত ত্রুটি শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। বিশেষ করে “None of the above” ধরনের অপশন দিয়ে প্রশ্নগুলিকে দ্ব্যর্থক করে তোলা হয়েছে।
আরও উদ্বেগের বিষয়, চ্যালেঞ্জ করার সময় পেমেন্ট অপশনে ‘Null’ দেখানোর কারণে অনেক পরীক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভুল চিহ্নিত করতে পারেননি। এর ফলে তাঁদের মূল্যায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলেও অভিযোগ ওঠে।
পরীক্ষার্থীরা দাবি তোলেন, টিআরবিটি যেন অবিলম্বে সমস্ত ভুল সংশোধন করে এবং যেসব প্রশ্ন বিভ্রান্তিকর বা ভুল ছিল, সেগুলির জন্য উপযুক্ত নম্বর প্রদান করে ন্যায়বিচার নিশ্চিত করে। তাঁরা জানান, পরীক্ষার জন্য তাঁদের দীর্ঘ প্রস্তুতি ও সময়ের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।
এই বিষয়ে টিআরবিটি এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস পেয়েছেন বলে জানান পরীক্ষার্থীদের প্রতিনিধিদল।