আগরতলা, ২০ মে, ২০২৫ঃ
ভারতীয় আবহাওয়া বিভাগের আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে জারি করা প্রেস রিলিজ অনুযায়ী, আগামী দুই দিন ত্রিপুরা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং অসম ও উত্তর বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে।
এই দুদিন ত্রিপুরার অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও উনাকোটি জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। উত্তর, উনাকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে শহর ও গ্রামীণ অঞ্চলে জলাবদ্ধতা, বিদ্যুৎ বিভ্রাট এবং যানচলাচলে বিঘ্ন ঘটতে পারে। জাম্পুই হিল, উনাকোটি ও অন্যান্য পর্যটন কেন্দ্রে সাময়িকভাবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
কৃষি ক্ষেত্রে মরিচ, শসা, আলু, টমেটোসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভূমিধস প্রবণ অঞ্চল যেমন ধলাই, খোয়াই ও দক্ষিণ ত্রিপুরায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রঝড়ের প্রভাবে গবাদিপশু, কাঁচা ঘরবাড়ি এবং বিদ্যুৎ সংযোগের ক্ষয়ক্ষতি হতে পারে। নাগরিকদের ঘরে অবস্থান করতে, বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে এবং গাছের নিচে আশ্রয় না নিতে পরামর্শ দেওয়া হয়েছে।