আগরতলা, ২০ মে ২০২৫ঃ
আগরতলা স্মার্ট সিটি প্রকল্প ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে মঙ্গলবার সুকান্ত একাডেমিতে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি মূলত আগরতলার স্ট্রিট ভেন্ডার বা অস্থায়ী ব্যবসায়ীদের উদ্দেশ্যে আয়োজিত হয়, যারা শহরের দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা স্মার্ট সিটির সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব, বিশিষ্ট শ্রমিক নেতা বিপ্লব কর এবং পৌর নিগমের বিভিন্ন কর্পোরেটররা।
মেয়র দীপক মজুমদার জানান, “বর্তমানে আগরতলা শহরে প্রায় ৩১০০ জন স্ট্রিট ভেন্ডার রয়েছেন। এই সংখ্যাটি আগামী দিনে আরও বাড়তে পারে। তাঁদের সুরক্ষা, স্বাস্থ্য ও সচেতনতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “স্মার্ট সিটি প্রকল্প শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, নাগরিক কল্যাণেও অগ্রাধিকার দিচ্ছে।”
শিবিরে স্ট্রিট ভেন্ডারদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, রক্তে চিনির মাত্রা ইত্যাদির পাশাপাশি খাদ্য বিক্রেতাদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুতি ও সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা ছাড়াও নানা স্বাস্থ্য পরামর্শ দেন।