আগরতলা, ২১ মে, ২০২৫ঃ
প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন দিশা দেখাচ্ছে দেশের বিভিন্ন শহর। স্বচ্ছ ভারত মিশনের অধীনে একাধিক উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে প্লাস্টিক সমস্যাকে রূপান্তরিত করা হচ্ছে এক সম্ভাবনায়। সেই পথেই চলেছে ত্রিপুরার কমলপুর নগর পঞ্চায়েত, যারা সম্প্রতি পিবিএটি নামক বায়োডিগ্রেডেবল ও রাসায়নিকমুক্ত পলিমার থেকে তৈরি কম্পোস্টযোগ্য ব্যাগ চালু করেছে।
এই ব্যাগগুলি সিপেট দ্বারা স্বীকৃত এবং ১৮০ দিনের মধ্যে মাটিতে গলে যায়, যা প্রচলিত প্লাস্টিকের শতাব্দীব্যাপী বর্জ্য থাকার বিপরীতে এক টেকসই বিকল্প। পাইকারি মূল্য ১৪৫ টাকা এবং খুচরো মূল্য ১৬০ টাকা প্রতি কেজি, এই ব্যাগগুলি সহজলভ্য এবং সাশ্রয়ী। কমলপুর পঞ্চায়েত জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে প্লাস্টিকবর্জিত জীবনধারার দিকে উৎসাহিত করছে।
প্লাস্টিকের পুনর্ব্যবহার, পুনরায় ব্যবহার ও পুনরুদ্ধারের মাধ্যমে ‘তিন আর’ মডেলে দেশজুড়ে এক সার্কুলার ইকোনমি গড়ে তোলা হচ্ছে। বিভিন্ন শহর যেমন তামিলনাড়ুর ত্রিচি, উত্তরাখণ্ডের কেদারনাথ, আন্দামান ও নিকোবর, ও পাঞ্জাবের পাতিয়ালায় উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে।
এ সমস্ত উদ্যোগ একযোগে পরিবেশ রক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সচেতন নাগরিক গঠনের দিকে এগিয়ে চলেছে। ভারতের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এখন এক যৌথ প্রচেষ্টা— যেখানে সরকার, স্টার্টআপ, এবং সাধারণ মানুষ মিলেই গড়ে তুলছে একটি টেকসই ভবিষ্যৎ।