আগরতলা, ২৪ মে ২০২৫ঃ
ত্রিপুরাকে উন্নত ও শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করেছে ত্রিপুরা সরকার। শনিবারআজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে নীতিআয়োগের গভর্নিং কাউন্সিলের ১০ম বৈঠকে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই তথ্য জানান।
মুখ্যমন্ত্রী জানান, গত এক বছর ধরে নীতিআয়োগ, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ পরামর্শদাতা ও শিল্প-বাণিজ্য ক্ষেত্রে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে এই রোডম্যাপ প্রস্তুত হয়েছে। ত্রিপুরার উন্নয়নের জন্য ৯টি প্রধান ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যেগুলির মাধ্যমে প্রতি বছর ১২ শতাংশ হারে জিডিপি বৃদ্ধির আশা করা হচ্ছে।
এই ৯টি ক্ষেত্রের মধ্যে রয়েছে শক্তিশালী কৃষিক্ষেত্র, উচ্চ স্বাক্ষরতার হার, সমৃদ্ধ পর্যটন, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, বনভিত্তিক অর্থনীতি, উন্নত পরিকাঠামো, কৌশলগত অবস্থান, প্রসারিত করভিত্তি এবং বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্য হিসেবে অবস্থান। এই ক্ষেত্রগুলিকে সহায়তা করছে পাঁচটি শাসন কাঠামো— নীতিগত সংস্কার, প্রতিষ্ঠান গঠন, দক্ষতা বৃদ্ধি, ব্যবসা সংস্কার এবং ডিজিটাল শাসন ব্যবস্থা।
মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরাকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে মাথাপিছু আয় ২৩০০ মার্কিন ডলার থেকে ২৩,০০০ মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।