আগরতলা, ২৪ মে, ২০২৫ঃ
ত্রিপুরায় কর্মসংস্থান ও বেকার পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শনিবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রতি যুব কংগ্রেস চাকরি সংক্রান্ত সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অস্পষ্টতা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। এদিন সভাপতি নীলকমল সাহা বলেন, রাজ্যে বেকারত্ব এখনও গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সরকার প্রকৃত কর্মসংস্থানের তথ্য প্রকাশে ব্যর্থ হয়েছে।
তিনি জানান, মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসংস্থানের সংখ্যা উল্লেখ একেক সময় একেক তথ্য দিচ্ছেন। এই পরিসংখ্যানের অসঙ্গতি চাকরি প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে সাহা আরও অভিযোগ করেন, রাজ্যে কর্মসংস্থানের অভাবে যুবসমাজের মধ্যে মাদকাসক্তি বাড়ছে এবং কিছু মাদক ব্যবসায়ীর রাজনৈতিক মদত রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন। তিনি সরকারি চাকরির নামে আউটসোর্স ও “ডাই-ইন-হারনেস” পদ্ধতিতে নিয়োগকে অসৎ প্রচার বলে কটাক্ষ করেন।
যুব কংগ্রেস দাবি করেছে, রাজ্যে আসল কতগুলো পদ খালি রয়েছে, তা সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে। কর্মসংস্থান নিয়ে সরকারের তথ্য-প্রকাশে স্বচ্ছতা আনার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে।