আগরতলা, ১৬ জুন, ২০২৫ঃ
বাংলাদেশের পাবনা জেলার শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাসভবনে মৌলবাদীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ আগরতলায় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। আগরতলার আস্তাবল ময়দান থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়, যা বাংলাদেশ সহকারী হাইকমিশনারের দপ্তরের সামনে পৌঁছে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মৌলবাদী শক্তির বিরুদ্ধে স্লোগান তোলেন। বিশ্বকবির স্মৃতিবিজড়িত স্থানে এই ধরণের আক্রমণ সমগ্র বাঙালি জাতি ও বিশ্বসাহিত্যপ্রেমীদের হৃদয়ে গভীর আঘাত করেছে বলে বক্তারা জানান।
মিছিল শেষে হাইকমিশনার দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ও ধর্ণার মাধ্যমে প্রতিবাদীরা এই হামলার নিন্দা জানান এবং বাংলাদেশ সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি তোলেন।
বক্তারা বলেন, “রবিঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালি জাতির অহংকার, বিশ্বসভ্যতার সম্পদ। তাঁর পৈতৃক আবাসে এই ন্যাক্কারজনক হামলা হিন্দুস্থান কখনো মেনে নেবে না।” তাঁরা আরও বলেন, “সহিষ্ণুতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের ওপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না।”
আগরতলার এই প্রতিবাদ কর্মসূচি সেই আন্তর্জাতিক প্রতিক্রিয়ারই এক শক্তিশালী বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।