আগরতলা, ২৭ জুন, ২০২৫ঃ
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে লুমডিং–বদরপুর পাহাড়ি রেলপথে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত রেল সংযোগ পুনঃস্থাপনে কাজ চালিয়ে যাচ্ছে। রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রায় ২০,০০০ ঘন মিটার সরে আসা মাটি অপসারণের কাজ শুরু হয়েছে, যার মধ্যে ১৪,১০০ ঘন মিটার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও দুর্গম পাহাড়ি এলাকা থেকে আরও ১,২৭,০০০ ঘন মিটার মাটি সরানো হয়েছে।
জলনিকাশির উন্নয়নের জন্য নির্মিত হয়েছে ৬০০ মিটার কাঁচা ড্রেন, পরিষ্কার করা হয়েছে ৪০০ মিটার পুরনো ড্রেন, এবং জঙ্গল পরিস্কারের কাজও চলছে। কঠিন ভূপ্রকৃতিতে ৮টি এক্সক্যাভেটর ও ডাম্পারের মাধ্যমে দ্রুতগতিতে কাজ চলছে। রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এলাকা পরিদর্শন করে কর্মীদের দ্রুত কাজ সম্পন্নের নির্দেশ দিয়েছেন।
এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল ও আংশিকভাবে বাতিল করা হয়েছে। সম্পূর্ণ বাতিল করা হয়েছে ২৭ জুনের গুয়াহাটি-শিলচর (15615) এবং রঙিয়া-শিলচর (15611/15612), ২৮ জুনের শিলচর-গুয়াহাটি (15616), গুয়াহাটি-বদরপুর (15888/15887) ও শিলচর-নিউ টিনসুকিয়া (15641), এবং ২৯ জুনের নিউ টিনসুকিয়া-শিলচর (15642) এক্সপ্রেস ট্রেন।
আংশিকভাবে বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে রানি কামালাপতি-আগরতলা (01665), শিয়ালদহ-সবরুম (13173), সাবরুম-শিয়ালদহ (13174) ও আগরতলা-বেঙ্গালুরু (12504), যা যথাক্রমে গুয়াহাটি, লুমডিং ও কামাখ্যা পর্যন্ত চালানো হবে।