আগরতলা, ১ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২২ সালে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে ৬,০৬৭টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল। ২০২৪ সালেই শারীরিক দক্ষতা ও লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও, ২০২৫ সালের মধ্যবর্তী সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি চূড়ান্ত মেরিট লিস্ট।
এই দীর্ঘসূত্রিতায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা। তারা জানাচ্ছেন, বারবার দফতরের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো স্পষ্ট বা আশাব্যঞ্জক জবাব মেলেনি। মঙ্গলবারও প্রার্থীরা পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ফলত, ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা কাগজপত্র ছিঁড়ে হতাশা ব্যক্ত করেন।
এক চাকরি প্রার্থী বলেন, “আমরা গত দুই বছরেরও বেশি সময় ধরে অপেক্ষায় রয়েছি। প্রতিবার আমরা প্রশাসনের কাছে গেলে শুধু আশ্বাস পাই, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ চোখে পড়ে না।”
তারা আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী যিনি রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও, তিনিও একাধিকবার নিয়োগের অগ্রগতি নিয়ে প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।
বিক্ষোভকারীদের দাবি, “আমাদের বয়স দিন দিন বাড়ছে। সময় নষ্ট হচ্ছে, সুযোগ হারাচ্ছি। এই দেরিতে শুধু পেশাগত ক্ষতি নয়, মানসিক চাপও বেড়ে চলেছে।”
প্রার্থীরা দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন এবং রাজ্য সরকারকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বন্ধ করে বাস্তব পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।