আগরতলা, ২ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের প্রায় ৪০ হাজার অনিয়মিত ও পার্ট টাইম কর্মচারীর ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন ৪ জুলাই ‘মহাকরণ অভিযান’ কর্মসূচির ডাক দিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের রাজ্য কনভেনার ও বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেন।
মঞ্চের অভিযোগ, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বর্তমান বিজেপি সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিলেও, ছয় বছর পার হয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। উপরন্তু, ২০১৮ সালের ৩১ জুলাই সরকার পূর্ববর্তী যে স্কিম কার্যকর ছিল তা বাতিল করে দেয়।
সাংবাদিক সম্মেলনে মঞ্চের তরফে জানানো হয়, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে—যে কোনও অনিয়মিত কর্মচারী ১০ বছরের বেশি সময় ধরে কাজ করলে তাকে নিয়মিত করতে হবে। একইভাবে, ১০ বছরের বেশি সময় ধরে কর্মরত পার্ট টাইম কর্মচারীকেও অনিয়মিত কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে কার্যত উপেক্ষা করে চলেছে বলে অভিযোগ সংগঠনের।
ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের দাবি, সম কাজে সম বেতন, পার্ট টাইম কর্মীদের অনিয়মিতকরণ, এবং অনিয়মিতদের পূর্ণকালীন স্বীকৃতি প্রদানসহ একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের তরফে কোনও সদর্থক পদক্ষেপ না আসায় এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন কর্মচারীরা।
পুরুষোত্তম রায় বর্মণ সমাজের সকল স্তরের মানুষের প্রতি ৪ জুলাইয়ের মহাকরণ অভিযান কর্মসূচিতে নৈতিক সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, “এটি শুধু কর্মচারীদের নয়, রাজ্যের সুশাসন ও ন্যায়বিচারের প্রশ্ন। আমরা আশা করি, জনগণের সচেতনতা ও সহানুভূতিশীল অবস্থান এই আন্দোলনে নতুন দিশা দেবে।”
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন দপ্তরে বর্তমানে বিপুল সংখ্যক অনিয়মিত ও পার্ট টাইম কর্মচারী কর্মরত রয়েছেন, যারা সরকারি পরিষেবা দিচ্ছেন অথচ দীর্ঘদিনেও পাচ্ছেন না স্থায়ী স্বীকৃতি বা প্রাপ্য অধিকার। মহাকরণ অভিযান ঘিরে এবার ত্রিপুরার প্রশাসনিক মহলে চাপ বাড়তে শুরু করেছে।