আগরতলা, ২ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার মন্ত্রিসভায় শপথ নিতে চাচ্ছেন আরো নতুন মন্ত্রী। বুধবার রাজভবন থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টা ৩০ মিনিটে আগরতলা রাজভবনে শপথ নেবেন নতুন মন্ত্রী। নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তবে নতুন মন্ত্রী হিসেবে কে শপথে নিচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। শাসক দল বিজেপি আইপিএফটি বা তিপ্রামথার তরফে এখনো স্পষ্ট করে এই বিষয়ে কারো নাম উল্লেখ করা হয়নি। ৬০ আসনের ক্ষমতা সম্পন্ন ত্রিপুরা বিধানসভায় ১২ টি মন্ত্রী পদ রয়েছে। বর্তমানে রাজ্য মন্ত্রিসভায় একজন প্রতিমন্ত্রীসহ মোট ১১ জন মন্ত্রী রয়েছেন। রাজনৈতিক মহলে প্রচার বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার সন্ধ্যা থেকে রাজনৈতিক মহলে নতুন মন্ত্রী হিসাবে নলছড়ির বিধায়ক কিশোর বর্মনের নাম নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। ত্রিপুরার শাসক জোটে বিজেপি দলের সঙ্গে আইপিএফটি ও তিপ্রামথা দল জোটে রয়েছে। জোট সঙ্গী আইপিএফটি দলের একমাত্র বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। অন্যদিকে তিপ্রামথা দলের ১৩ জন বিধায়ক থাকা সত্ত্বেও মন্ত্রী রয়েছেন মাত্র দুইজন। এরমধ্যে একজন রয়েছেন পূর্ণ মন্ত্রী অনিমেষ দেববর্মা ও অন্য বিধায়ক বৃষকেতু দেববর্মা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।