আগরতলা, ৩ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরা মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে শপথ নিলেন নলছড়ের বিধায়ক কিশোর বর্মণ। বৃহস্পতিবার রাজভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে মন্ত্রীপদে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, প্রশাসনের শীর্ষকর্তা, বিচার বিভাগের প্রতিনিধি ও পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনে নলছড় বিধানসভা আসন থেকে বিজয়ী হন কিশোর বর্মণ। রাজনীতিতে যোগদানের পূর্বে তিনি ২০২১ সালে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় আসেন এবং সক্রিয়ভাবে বিজেপি-র সঙ্গে যুক্ত হন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কিশোর বর্মণ জানান, দল তাঁর উপর যে দায়িত্ব দেবে, তা তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। তবে কোন দপ্তরের দায়িত্ব তিনি পাচ্ছেন, তা এখনও ঘোষণা করা হয়নি।
মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণের ফলে বর্তমানে ত্রিপুরা সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ১২ জনে। কিশোর বর্মণকে মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা।
তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিপ্রামথা দলের কোনো মন্ত্রীকে দেখা যায়নি। অন্যদিকে, রাজ্যের বাইরে অবস্থান করার কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া। তিনি সামাজিক মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রী কিশোর বর্মণকে অভিনন্দন জানান।