আগরতলা, জুলাই ৮, ২০২৫ঃ
এই বছর ভারী বর্ষণের সম্ভাবনাকে সামনে রেখে এবং গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বুধবার সারা ত্রিপুরা জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা মহড়া। রাজ্যের আটটি জেলায় একযোগে এই মহড়ার আয়োজন করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।
২০২৪ সালের আগস্ট মাসে ত্রিপুরা রাজ্য এক ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। তিন দিনের প্রবল বৃষ্টিতে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, বহু মানুষ জলবন্দি অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। ধসের কারণে বন্ধ হয়ে যায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। রাজ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব উঠে আসে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার বর্ষা শুরুর আগেই রাজ্যবাসীকে সচেতন করতে মহড়ার আয়োজন করা হয়েছে।
পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য স্তরের মূল মহড়াটি অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা জেলায়। সেখানে মোট ১২টি স্থানে মহড়া চলবে— যার মধ্যে ৬টি স্থানে বন্যা মোকাবিলা মহড়া এবং বাকি ৬টি স্থানে ভূমিধস প্রতিরোধ সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়ায় অংশ নিচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, আসাম রাইফেলস, মিলিটারি ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাঁদের সহায়তায় পুরো মহড়াটি পরিচালিত হবে। উদ্দেশ্য একটাই— বিপর্যয়ের সময় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তার প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা।