আগরতলা, ৮ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা জুড়ে আজ থেকে শুরু হলো স্মার্ট মিটার বসানোর কাজ। এই প্রকল্পের সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে। এরপর বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের বাড়িতেও স্মার্ট মিটার বসানো হয়। পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মন্ত্রীদের বাসভবনেও এই অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট মিটার স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
এদিন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে ১০ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর মধ্যে ইতিমধ্যে ৯০ হাজার গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে। মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বাড়ি থেকে শুরু করে ধীরে ধীরে রাজ্যের প্রতিটি সরকারি দফতর এবং বাকি গ্রাহকদের বাড়িতেও বিনামূল্যে স্মার্ট মিটার বসানো হবে।
মন্ত্রী জানান, স্মার্ট মিটার হলো একেবারে নতুন প্রযুক্তির, গ্রাহক বান্ধব ও স্বচ্ছতার প্রতীক। এই মিটার বসানো হলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ অনুযায়ী নির্ভুলভাবে বিল তৈরি হবে, যার ফলে অতিরিক্ত বিলের আশঙ্কা থাকবে না। বাড়িতে মিটার রিডার এসে বিল তৈরি করার ঝক্কিও থাকবে না। দরজা বন্ধ থাকলে যেমন অনুমানভিত্তিক বিল বা ‘সারপ্রাইজ বিল’ আসত, তারও আর কোনও সুযোগ থাকবে না।
এছাড়াও এই স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহক নিজেই মোবাইল অ্যাপ অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দেখতে পারবেন। বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সেই তথ্য দ্রুত বিদ্যুৎ নিগমের কাছে পৌঁছে যাবে এবং তড়িৎ সমস্যার সমাধান করা সম্ভব হবে।