আগরতলা, ৮ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরের আগরতলা কেন্দ্র। সোমবার প্রকাশিত এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে সরতে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করছে।
এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮:৩০ পর্যন্ত গোমতি জেলার উদয়পুরে ৮.৭ সেমি ও কাকরাবনে ৮.৩ সেমি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া, সাবরুম, বাগাফা এবং কেভিকে-দক্ষিণ এলাকায়ও ৬ থেকে ৯ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সেপাহিজালার সোনামুড়া ও বিশালগড় এলাকায়ও বেশ কিছুটা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৮ জুলাই থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ ত্রিপুরায় কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেমি) এবং রাজ্যের অন্যান্য জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ও ১-২টি স্থানে দেখা দিতে পারে। পরবর্তী দিনে (৯ থেকে ১০ জুলাই পর্যন্ত) গোমতি, সেপাহিজালা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। বজ্রঝড়ের সম্ভাবনাও থাকছে।