আগরতলা, ৯ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যে অর্গানিক চাষে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ইতোমধ্যেই ২৫,০০০ হেক্টরেরও বেশি জমিকে সার্টিফায়েড অর্গানিক জমিতে রূপান্তর করেছে। বুধবার আগরতলায় অনুষ্ঠিত প্রথম রাজ্যস্তরীয় অর্গানিক বাইয়ার-সেলার কনফারেন্সে এ তথ্য জানান রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, গত তিন বছরে রাজ্য থেকে ১,৩৩২ মেট্রিক টনেরও বেশি অর্গানিক পণ্য দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশে রপ্তানি করা হয়েছে। রপ্তানিকৃত পণ্যের তালিকায় রয়েছে কুইন ও কিউ প্রজাতির আনারস, সুগন্ধি চাল (হরিনারায়ণ ও কালিখাসা), বার্ডস আই লঙ্কা, আদা এবং হলুদ।
তিনি জানান, ইতিমধ্যে রাজ্যে ৫৩টি ফার্মার প্রোডিউসার কোম্পানি (এফপিসি) গঠিত হয়েছে, যেগুলো স্বীকৃত সার্টিফিকেশন সংস্থা দ্বারা অনুমোদিত। কৃষকদের উৎসাহ দিতে উচ্চমূল্যের জিআই ট্যাগপ্রাপ্ত পণ্যের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে কুইন আনারস, বার্ডস আই লঙ্কা, কালো চাল (মাইমি হুঙ্গার), সুগন্ধি চাল, সুগন্ধি লেবু, তিল, হলুদ, আদা, মিলেট এবং কিউ আনারস।
তিন বছরে রাজ্য থেকে রপ্তানিকৃত অর্গানিক পণ্যের পরিমাণ তুলে ধরে তিনি জানান, আনারস ৬৬৬ মেট্রিক টন, সুগন্ধি চাল ৩৩ মেট্রিক টন, বার্ডস আই লঙ্কা ৭ মেট্রিক টন, আদা ৫৭৪ মেট্রিক টন এবং হলুদ ৫২ মেট্রিক টন রপ্তানি করা হয়েছে।