আগরতলা, ১১ জুলাই, ২০২৫ঃ
স্মার্ট মিটারের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপানো ও গ্রাহকদের আর্থিক শোষণের অভিযোগ তুলে ত্রিপুরাজুড়ে বিক্ষোভে নেমেছে ‘ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন’। আজ এক প্রেস হেডআউটে সংগঠনটি জানায়, স্মার্ট মিটার বাতিলের দাবিতে তারা রাজ্যজুড়ে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে।
সংগঠনের দাবি, ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড লক্ষাধিক মিটার বণ্টন করলেও তা বিভিন্ন অসঙ্গতির শিকার। স্থানীয় রাজমিস্ত্রি বা মিটার রিডার নিয়োগ না করে বাইরের ঠিকাদার সংস্থার মাধ্যমে স্মার্ট মিটার বসানোয় গ্রাহকরা বিপাকে পড়েছেন। অভিযোগ, স্মার্ট মিটার বসানোর ফলে অস্বাভাবিক বিল আসছে, যা বহু গরিব পরিবার মেটাতে পারছে না।
তারা দাবি করেছে, স্মার্ট মিটার না লাগানো বা খুলে নেওয়ার আবেদনপত্র দেওয়ার জন্য জেলাভিত্তিক ক্যাম্প চালু করা হোক। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও স্মার্ট মিটার বাতিল করার দাবিতে সংগঠন জোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
তাদের মতে, বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতা ঢাকতেই স্মার্ট মিটারের মাধ্যমে অতিরিক্ত বিল আদায়ের ফাঁদ পাতছে সরকার। তাই অবিলম্বে স্মার্ট মিটার স্থাপন বন্ধ করে, সাধারণ মিটার ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে তারা।