আগরতলা, ১৩ জুলাই, ২০২৫ঃ
শেষ পর্যন্ত দিল্লির যমুনা নদী থেকে উদ্ধার করা হল নিখোঁজ ত্রিপুরার ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম এলাকার বাসিন্দা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী ছিলেন স্নেহা। গত ৭ জুলাই ভোরে মায়ের সঙ্গে শেষবার কথা বলার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সেদিন ভোরে স্নেহা তাঁর বন্ধু পিটুনিয়ার সঙ্গে রোহিলা রেলস্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে, পরে পিটুনিয়া জানিয়েছেন যে, তাঁদের দেখা হয়নি। এই পরস্পরবিরোধী তথ্য ঘিরেই পরিবারের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
স্নেহার খোঁজে দিল্লি পুলিশ ও ত্রিপুরা পুলিশের যৌথ তদন্তে নামে। মুখ্যমন্ত্রী কার্যালয়ের সক্রিয় তৎপরতা এবং দিল্লি পুলিশ প্রশাসনের সহযোগিতায় তদন্তে গতি আসে। অবশেষে, যমুনা নদী থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ, যা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, স্নেহা সম্ভবত যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত এখনও চলছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ত্রিপুরা ভবনকে প্রয়োজনীয় সহায়তা দিতে বলেছেন।