আগরতলা, ১৫ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যে মাছ চাষ ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে রাজ্যের মৎস্য দপ্তর। “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা” প্রকল্পের আওতায় “জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থা”-র আর্থিক সহায়তায় এদিন পশ্চিম আগরতলার যোগেন্দ্রনগর বিদ্যাসাগর সেতু সংলগ্ন হাওড়া নদীতে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র ও স্থানীয় বিধায়ক দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল সদস্য বাপি দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকেরা। দীপক মজুমদার জানান, “এই প্রকল্পের মাধ্যমে যারা নদী-নালায় মৎস্য চাষ করে এবং মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন, তাদের উৎসাহিত করা এবং আর্থিকভাবে সহায়তা করাই সরকারের মূল উদ্দেশ্য। নদীর বাস্তুতন্ত্র রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধি করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।” বিগত বছরগুলোতে আগরতলার হাওড়া নদীতে জলদূষণ ও অতিরিক্ত শিকারজনিত কারণে মাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে সরকারের এই ধরণের প্রকল্পের ফলে নদী আবারও প্রাণ ফিরে পাচ্ছে।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, এদিন ছাড়া পোনা মাছগুলোর মধ্যে ছিল রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প প্রভৃতি জনপ্রিয় প্রজাতি। প্রকল্পের মাধ্যমে নদীর জীববৈচিত্র্য যেমন সংরক্ষিত হবে, তেমনই স্থানীয় মৎস্যজীবীদের আয়ও বৃদ্ধি পাবে।
ত্রিপুরা রাজ্যে বর্তমানে জলাশয়, পুকুর ও নদীকে কেন্দ্র করে মৎস্য উৎপাদনে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা” সহ কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পে আর্থিক অনুদান, প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও বাজারজাতকরণে সহায়তা দেওয়া হচ্ছে।