আগরতলা, ১৫ জুলাই, ২০২৫
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও শুরু হয়েছে ‘জাতির জন্য মধ্যস্থতা’ নামক একটি বিশেষ আইন সহায়তা অভিযান। এই কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে। এই উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট ও জাতীয় আইনসেবা মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি। ত্রিপুরা রাজ্যে এই বিশেষ অভিযান শুরু হয়েছে ১ জুলাই থেকে।
আজ ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থার মেম্বার সেক্রেটারি ঝুমা দত্ত চৌধুরী। তিনি জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য হল মামলার দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষকে সহজ, সুলভ ও শান্তিপূর্ণ উপায়ে আইনি সহায়তা প্রদান।
এই অভিযানের আওতায় যে সকল মামলা মধ্যস্থতার জন্য উপযুক্ত সেগুলির মধ্যে রয়েছে— দাম্পত্য বিরোধ, দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি, গার্হস্থ্য হিংসা, চেক বাউন্স, বাণিজ্যিক ও চাকরি সংক্রান্ত বিরোধ, আপোষযোগ্য ফৌজদারি মামলা, ভোক্তা মামলা, ঋণ আদায়, সম্পত্তি বিভাজন, উচ্ছেদ এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা।
ত্রিপুরা রাজ্যে বর্তমানে ৯টি মিডিয়েশন সেন্টার রয়েছে, প্রতিটি জেলায় ১টি করে এবং হাইকোর্টে ১টি। এই সেন্টারগুলিতে ইতিমধ্যে বিভিন্ন জেলার আদালত থেকে পাঠানো হয়েছে মোট ৯৫৬টি মামলা। এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা সর্বাধিক ৩৫৩টি মামলা পাঠিয়েছে। এরপর রয়েছে গোমতী (১৯৩টি), ধলাই (১০৪টি), সিপাহীজলা (৯৮টি), পশ্চিম ত্রিপুরা (৯৪টি), খোয়াই ও ঊনকোটি (প্রতিটি ৬৮টি), এবং উত্তর ত্রিপুরা (১৮টি)।
মধ্যস্থতা একটি স্বীকৃত আইনি প্রক্রিয়া, যেখানে উভয় পক্ষ নিজস্বভাবে নির্বাচিত মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করে সমস্যার সমাধানে পৌঁছাতে পারে। এতে সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হয়। রাজ্যবাসীর কাছেঃ এই সুযোগকে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছে আইনসেবা কর্তৃপক্ষ।