আগরতলা, ১৫ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড একটি গুরুতর অনিয়মের অভিযোগে বেসরকারি বিলিং এজেন্সি টিডিএস ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড-কে শোকজ নোটিশ জারি করেছে। অভিযোগ, খোয়াই ইলেকট্রিকাল সাব-ডিভিশনের আওতাধীন এলাকায় কার্যকরী মিটার থাকা সত্ত্বেও গ্রাহকদের গড় বিল দেওয়া হয়েছে, যা চুক্তিভঙ্গ ও ইচ্ছাকৃত অবহেলার শামিল।
টিএসইসিএল সূত্রে জানা গেছে, মিটার রিডাররা মিটার রিডিং না নিয়ে গড় খরচের ভিত্তিতে বিল তৈরি করেছে, ফলে সংস্থার আর্থিক ক্ষতির পাশাপাশি গ্রাহকদের মাঝেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সংস্থাকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
ঘটনায় বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, “মিটার রিডার ও বিলিং এজেন্সির দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি জানান, বিলিং এজেন্সি থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে এবং দোষী মিটার রিডারদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমি সামাজিক মাধ্যমে জানতে পেরেছি রাজ্যের কয়েকটি স্থানে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি ত্রিপুরা বিদ্যুৎ নিগমকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।”
মন্ত্রী গ্রাহকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “বিদ্যুৎ বিল নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।”