আগরতলা, ১৭জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরায় বিদেশি নাগরিক চিহ্নিতকরণের জন্য পোস্ট গঠন করল রাজ্য সরকার। প্রাথমিকভাবে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের অধীনে ১৫ জনের একটি দল গঠন করে দেয়া হয়েছে। এই বিশেষ টাস্ক ফোর্সটি মূলত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের সনাক্ত করে তাদের আটক ও দেশান্তর করার ব্যবস্থা করবে।
এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন ডিএসপি দেবাশীষ সাহা। তার সাথে জেলার বিভিন্ন থানার ১৪ জন অভিজ্ঞ পুলিশ অফিসারকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ওসি পদমর্যাদার অফিসার এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্মীরা। গত ১৯ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক আদেশে নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি কোনো ব্যক্তি অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা নাগরিক বলে প্রমাণিত হন, তবে তাদের বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ ও মুখের ছবি এবং অন্যান্য ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রীয় সরকারের বিদেশি চিহ্নিতকরণ পোর্টালে আপলোড করতে হবে।
তথ্য সংগ্রহের পর, এসব অবৈধ অভিবাসীকে সীমান্ত রক্ষী বাহিনী এর কাছে হস্তান্তর করা হবে, যাতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়। জেলা প্রশাসন, বিএসএফ ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ইতোমধ্যেই এই বিষয়ে অবহিত করা হয়েছে।