আগরতলা, ২০ জুলাই, ২০২৫ঃ
দীর্ঘ রোগভোগের পর রবিবার হলেন ত্রিপুরার দৈনিক সংবাদপত্র বার্তা সম্পাদক প্রতি দত্ত ভৌমিক। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতির দিল্লি এইম সে তার চিকিৎসার চলছিল। রবিবার বিকাল ৩ টা ৪৫ মিনিট নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার বেলা ১২ টা নাগাদ দিল্লি এইমস থেকে তার ভিতরে আগরতলা নিয়ে আসা হবে। দৈনিক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ভূপেন দত্ত ভৌমিকের সময় থেকে প্রদীপ দত্ত ভৌমিক সংবাদপত্রটির বার্তা সম্পাদনারর দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীর শোকাহত।
এই অসময়ে তাঁর প্রয়াণ সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। ঈশ্বর যেন তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন, এই প্রার্থনা করি।