আগরতলা, ২০ জুলাই, ২০২৫ঃ
নতুন তিনটি ফৌজদারি আইন বিচার ব্যবস্থাকে আরও সহজ, নাগরিক-কেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে বলে মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ প্রজ্ঞাভবনে রাজ্য পুলিশের উদ্যোগে আয়োজিত ‘ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন আন্ডার নিউ ক্রিমিনাল অ্যান্ড এনডিপিএস অ্যাক্ট’ শীর্ষক এক কর্মশালায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিনিধিগণ, ফরেন্সিক বিশেষজ্ঞ ও আইনজীবীবৃন্দ। কর্মশালার মাধ্যমে নতুন আইন সম্পর্কে পুলিশ, প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, “এই নতুন আইন অনুযায়ী এখন সাধারণ নাগরিকরা ঘরে বসেই ডিজিটাল এফআইআর দায়ের করতে পারবেন। অভিযোগকারী ও অভিযুক্ত উভয়কে মামলার ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে হবে এবং প্রতি ৯০ দিন অন্তর মামলার অগ্রগতি জানাতে হবে।”
তিনি জানান, ১৫ বছরের কম, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, নারী, প্রতিবন্ধী ও অসুস্থদের থানায় উপস্থিতির প্রয়োজন নেই। চিকিৎসকদের সাত দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে।
আইনের দ্রুত ও বৈজ্ঞানিক প্রয়োগের দিকে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই আইন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিচার ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলবে।” তিনি জানান, বর্তমানে রাজ্য দেশের মধ্যে অপরাধহারের দিক থেকে নিচের তৃতীয় স্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরু হওয়ার ফলে আগের তুলনায় অনেক বেশি মানুষ আইনের আওতায় আসছে।
মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন, এই কর্মশালা রাজ্যে নতুন ফৌজদারি আইনের কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।