আগরতলা, ২৮ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার রাধাকিশোরপুর প্রধান ডাকঘর সহ রাজ্যের ২১টি উপ ডাকঘর ও তাদের শাখা ডাকঘরগুলিতে আগামী চৌঠা আগস্ট থেকে চালু হতে চলেছে আইটি ২.০ ভিত্তিক পরবর্তী প্রজন্মের ‘এপিটি অ্যাপ্লিকেশন’। ডাক পরিষেবায় ডিজিটাল উৎকর্ষতা অর্জনের এই পদক্ষেপকে ডাক বিভাগ একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে ঘোষণা করেছে।
এই রূপান্তরমূলক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের দ্রুত, সুরক্ষিত ও গ্রাহকবান্ধব পরিষেবা দেওয়া হবে বলে ডাক বিভাগ জানিয়েছে। নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিষেবা হবে আরও স্মার্ট, দক্ষ ও নিখুঁত। ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি ভবিষ্যতের জন্য প্রযুক্তিনির্ভর ডাক পরিষেবায় বিভাগীয় প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হবে।
ডাক বিভাগের আগরতলা মণ্ডলের সুপারিনটেনডেন্ট মানিক লাল দাস জানান, এই পরিষেবা চালুর আগে সফটওয়্যার স্থানান্তর ও সিস্টেম আপগ্রেডের কারণে আগামী ২ আগস্ট রাধাকিশোরপুর প্রধান ডাকঘর সহ ২১টি উপ ডাকঘর ও শাখাগুলিতে সকল পাবলিক লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
পরিষেবা চালু হতে চলা ২১টি উপ-ডাকঘরের নাম: বিশ্রামগঞ্জ, অমরপুর, যতনবাড়ি, কাকড়াবন, টেপানিয়া, গকুলপুর, মাতাবাড়ি, গর্জি, শান্তিরবাজার, মুহুরিপুর, জোলাইবাড়ি, মনুবাজার, সাব্রুম, ঋষ্যমুখ, বিলোনিয়া, রাজনগর, আনন্দপুর, রাধানগর, কাঠালিয়া, সোনামুড়া এবং মেলাঘর।
ডাক বিভাগ জানিয়েছে, এপিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিষেবা আরও দ্রুত হবে এবং নাগরিকদের ডিজিটালি সক্ষম করে তুলতে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।