আগরতলা, ৩১ জুলাই, ২০২৫ঃ
আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ভারতীয় ডাক বিভাগ। ধর্মনগর ডাক বিভাগের আওতাধীন ডাকঘরগুলিতে চালু হতে চলেছে অত্যাধুনিক এডভান্সড পোস্টাল টেকনোলজি (এপিটি) অ্যাপ্লিকেশন। এই প্রযুক্তি সংযুক্তির লক্ষ্যে আগামী ১ ও ২ আগস্ট উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই ও খোয়াই—এই চারটি জেলায় মোট ৩৩৬টি ডাকঘরে গ্রাহক পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুইদিনে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার গ্রাহকের দৈনিক আর্থিক লেনদেন, যার পরিমাণ আনুমানিক ১২ কোটি টাকা, সাময়িকভাবে স্থগিত থাকবে। এই প্রযুক্তিগত রূপান্তরের ফলে গ্রাহকরা ভবিষ্যতে আরও দ্রুত, উন্নত ও নিরবিচ্ছিন্ন পরিষেবা লাভ করবেন।
ডাক বিভাগের অধিক্ষক প্রদীপ মজুমদার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানান, এই এপিটি অ্যাপ চালু হওয়ার মাধ্যমে ডাক বিভাগ এক নতুন ডিজিটাল যুগে প্রবেশ করতে চলেছে। তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং নতুন প্রযুক্তি রূপায়ণের কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এই উদ্যোগে ডাকঘর পরিষেবায় গতি আসবে এবং গ্রাহকদের ভরসা আরও সুদৃঢ় হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।