আগরতলা, ১ আগস্ট ২০২৫ঃ
আগরতলা বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া এলাকায় শুক্রবার ধানক্ষেত থেকে একটি ড্রোন উদ্ধার করেছে সীমান্তরক্ষা বাহিনী, বিএসএফ। এলাকার শিশুরা প্রথমে ড্রোনটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাটি বিএসএফকে জানায় এবং পরে তা আগরতলা এয়ারপোর্ট থানার হাতে হস্তান্তর করা হয়।
ড্রোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, ড্রোনটি চীনে তৈরি এবং এতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নজরদারি ক্যামেরা সংযুক্ত রয়েছে। আধিকারিকদের মতে, এটি নজরদারির উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকতে পারে।
বিএসএফ-এর এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “আগরতলা বিমানবন্দরের কাছাকাছি এবং স্বাধীনতা দিবসের ঠিক আগে এমন একটি ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ড্রোনটি প্রযুক্তিগত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে গেছে বলে মনে করা হচ্ছে, তবে এর আসল উদ্দেশ্য তদন্তের পরেই জানা যাবে।”
সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সহায়তায় কিছু উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ড্রোনের উপস্থিতি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি আরও সতর্ক হয়েছে।
আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং ত্রিপুরা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে। লঙ্কামুড়া এলাকায় ড্রোন উদ্ধারের পর নজরদারি আরও বাড়ানো হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই কাজ শুরু করেছে।