আগরতলা, ২ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো শনিবার সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠানের মাধ্যমে। এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিশিষ্ট অতিথিবৃন্দ ও প্রতিনিধিগণ।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় নীতি আয়োগের পরিচালিত “সম্পূর্ণতা অভিযান”-এর সফলতা উদ্যাপন উপলক্ষে। ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযানের অধীনে ত্রিপুরা রাজ্য সমস্ত কী পারফরম্যান্স ইন্ডিকেটর ভস কেপিআই এ ১০০ শতাংশ সাফল্য অর্জন করেছে।
এই সফলতার মূল চালিকাশক্তি ছিল রাজ্যের এস্পিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাই এবং এস্পিরেশনাল ব্লক গঙ্গানগর, দশদা, দামছড়া। বিশেষ করে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষ স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি ও সমাজকল্যাণের বিভিন্ন পরিষেবা থেকে সরাসরি উপকৃত হয়েছেন।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী “নবদিশা অভিযান”-এরও শুভ সূচনা করেন। এই নতুন অভিযানে রাজ্যের ১৬টি পিছিয়ে পড়া ব্লকের ১০,০০০ পরিবারকে জীবিকায়নমূলক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি টিআরলএম-এর মাধ্যমে ৮০টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার গঠন করে প্রায় ৩২ কোটি টাকার বিনিয়োগ করে গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একটি সুসজ্জিত “আকাঙ্খা হাট”।