আগরতলা, ৩ আগস্ট, ২০২৫ঃ
অঙ্গদান একটি মহান উদ্যোগ, যা একাধিক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম। একজন ব্যক্তি মৃত্যুর পর ৮ থেকে ৯ জন মানুষের জীবন রক্ষা করতে পারেন অঙ্গদানের মাধ্যমে। ১৫তম জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে রবিবার আয়োজিত ওয়াকথনের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পতাকা নেড়ে ওয়াকথনের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “অঙ্গদানের মাধ্যমে অন্য মানুষের জীবন বাঁচানো সম্ভব—এটি মানবসেবার সর্বোচ্চ উদাহরণ। তবে দুঃখের বিষয়, আমাদের দেশে এখনও অঙ্গদানে মানুষ তেমনভাবে এগিয়ে আসেন না। জনসচেতনতার অভাব এর অন্যতম কারণ।”
তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ফলে এখন রাজ্যেই কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে এবং সরকার লিভার প্রতিস্থাপনের দিকেও পদক্ষেপ নিচ্ছে। এই উদ্দেশ্যেই ২০২৩ সালে ‘স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন’ গঠিত হয়েছে।
মুখ্যমন্ত্রী সকলকে অঙ্গদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং অঙ্গদাতাদের ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডা. শঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপ কুমার সাহা প্রমুখ।
দিনটি ঘিরে এক হৃদয়স্পর্শী ও সচেতনতা মূলক পরিবেশ তৈরি হয়, যেখানে অঙ্গদানের গুরুত্ব সকলের সামনে তুলে ধরা হয়।