আগরতলা, ৫ আগস্ট ২০২৫:
বিশ্বের আদিবাসী জনগণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয় আগস্ট, রাজ্যজুড়ে ব্যাপক কর্মসূচির ডাক দিয়েছে তিপ্রামথা। দলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা এক সামাজিক মাধ্যমে পোস্টে এই কর্মসূচির ঘোষণা করেন এবং তিপ্রামথার সমস্ত যোদ্ধা ও সহযোগী সংগঠনসমূহকে সক্রিয় অংশগ্রহণের নির্দেশ দেন।
এই উপলক্ষে ৯ আগস্ট শনিবার দুপুর ৩টায় খুমলুঙে এক কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। একই দিনে সন্ধ্যা ৬টায় রাজ্যের প্রতিটি ব্লকে মশাল মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো টিটিএএডিসি এলাকায় অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জোরদারভাবে জানানো।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন,
“৯ই আগস্ট আমাদের দিন — বিশ্ব আদিবাসী দিবসে আমি আমাদের সমস্ত মানুষকে অনুরোধ করছি যেন তারা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। ওই দিনে ঘর থেকে বের হন গর্বের সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে! ঘরে রান্না করুন আদিবাসী খাবার যেমন চাকুই, গুডুক, মোসদেং — নিজের জন্য বা বন্ধু-সহকর্মীদের জন্য।”
তিনি আরও বলেন,
“নিজের পরিচয়ে গর্ববোধ করুন। সন্ধ্যায় ত্রিপুরার প্রতিটি কোণ থেকে একজোট হয়ে বেরিয়ে আসুন হোমছাং র্যালিতে অংশ নিতে। সবাইকে দেখিয়ে দিন কীভাবে রাজ্য নির্বাচন কমিশন আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে, কারণ তারা এখনো ভিলেজ কাউন্সিল নির্বাচন করাচ্ছে না। আপনি যে-ই হোন, যে দলে থাকুন না কেন, গ্রামে নির্বাচন না হওয়া মানে আপনার অধিকার থেকে বঞ্চিত হওয়া।”