আগরতলা, ১০ আগস্ট ২০২৫ঃ
সমাজের সব স্তরের মানুষ যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে, তবে রাজ্যে আর রক্তের কোনো ঘাটতি থাকবে না—এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আগরতলায় একটি ক্লাব আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত মজুত রাখতে সরকার সচেষ্ট। রক্তদানকে সমাজসেবামূলক কাজ হিসেবে গ্রহণ করে প্রতিটি ক্লাব ও সংগঠনকে রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে চিকিৎসাক্ষেত্রে রক্তের অভাব দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড্রাগসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নেশা সেবন ও বিক্রি নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা চলছে। এই কাজে ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি সতর্ক করেন যে, ড্রাগস সেবনের সঙ্গে এইচআইভি সংক্রমণের সম্পর্ক রয়েছে, তাই পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছায় ‘হর ঘর তিরঙ্গা’, ‘৭৫ সীমান্ত বীরকা নাম’ সহ একাধিক দেশাত্মবোধক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি ক্লাব, সংগঠন ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে সমাজকে সুস্থ, সুন্দর ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।