আগরতলা, ১১ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৪ জন পুলিশ কর্মকর্তা ও কর্মীকে মুখ্যমন্ত্রীর পদক প্রদান করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে এই পদক প্রদান করা হচ্ছে।
গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষ অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় আইপিএস কান্তা জানগির ও এসডিপিও জয়ন্ত কর্মকারকে পদক প্রদান করা হবে। সন্ত্রাসবিরোধী অভিযানে সাহসী ভূমিকার জন্য অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া দারলং এবং মাদকবিরোধী অভিযানে অবদানের জন্য এসডিপিও সোগাত চাকমাকে সম্মানিত করা হবে।
এছাড়াও জটিল সাইবার অপরাধ তদন্তে অবদান রাখায় অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেব, সম্প্রদায়ভিত্তিক পুলিশিংয়ে অবদানের জন্য রাজু রিয়াং, এবং পুলিশ প্রশিক্ষণে উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগে জয় প্রকাশ যাদব ও শংকর রুদ্র পাল মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন।
গোয়েন্দা তথ্য সংগ্রহে দেবজিৎ ভট্টাচার্য, সশস্ত্র বাহিনীর অভিযানে রাকেশ দেববর্মা, জাতীয় মানের ক্রীড়া সাফল্যে মৌচৈতি দেবনাথ, এবং চাঞ্চল্যকর মামলার তদন্তে সুমন উল্লা কাজি ও মাধবী দেববর্মাকেও এই পদকে ভূষিত করা হবে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।