খোয়াই, ১১ আগস্ট ২০২৫ঃ
জাতীয় সড়কের ভগ্নদশা নিয়ে সমালোচনার মুখে অবশেষে মাঠে নামলেন নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল শীর্ষ কর্তৃপক্ষ। সোমবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডঃ কিষান কুমার এবং ত্রিপুরা সরকারের পূর্ত সচিব কিরণ গিত্যে খোয়াইয়ে এসে দুটি জাতীয় সড়কের নাজুক অবস্থা স্বচক্ষে পরিদর্শন করেন।
এনএইচ ২০৮ খোয়াই–কমলপুর, এবং এনএইচ ১০৮, খোয়াই–আগরতলা, এই দুই জাতীয় সড়কই বর্তমানে মারাত্মক ভগ্নদশায়। মাত্র দেড়-দুই বছর আগে নির্মিত হওয়া সড়কগুলোর সর্বত্র এখন খানাখন্দ ও বড় বড় গর্তের ছড়াছড়ি। সড়কের এই দুরাবস্থা সাধারণ মানুষের যাতায়াতকে বিপর্যস্ত করে তুলেছে।
পূর্ত সচিব কিরণ গিত্যে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এই পরিদর্শনে এসেছেন। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের প্রকৌশলীরা ও এনএইচআইডিসিএলের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে সড়কের জীর্ণ অবস্থা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং জানান যে, এনএইচআইডিসিএল কর্তৃপক্ষকে দ্রুত মেরামতের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সড়ককে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
উল্লেখ্য, প্রায় দুই মাস আগে কেন্দ্রীয় এক পরিদর্শন দলও এই সড়কগুলোর অবস্থা দেখে গিয়েছিল। স্থানীয়দের আশা, এবার হয়তো দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে।