আগরতলা, ১২ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরায় বিজ্ঞানচর্চা ও জৈবপ্রযুক্তি শিক্ষার প্রসারে রাজ্যে আরও ৫০টি নতুন ডিএনএ ক্লাবের যাত্রা শুরু হলো। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা মঙ্গলবার এই প্রকল্পের উদ্বোধন করেন। এর ফলে রাজ্যে মোট ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২২-এ।
ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে ডিএনএ ক্লাব প্রকল্পের আওতায় নির্বাচিত স্কুলগুলোকে চার বছরের জন্য আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করা হয়। প্রতিটি ক্লাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ন্যূনতম ১০০ জন শিক্ষার্থী যুক্ত হয় এবং একজন শিক্ষক কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন। চার বছরে মোট ৮০টি ব্যবহারিক বিজ্ঞানভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা বাধ্যতামূলক।
নতুন ৫০টি ক্লাবের মধ্যে উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় ৬টি করে, খোয়াই জেলায় ৪টি, পশ্চিম জেলায় ১০টি, গোমতী ও দক্ষিণ জেলায় ৭টি করে উচ্চমাধ্যমিক স্কুল অন্তর্ভুক্ত হয়েছে।
অনুষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা জানান, ডিএনএ ক্লাব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও উপস্থিতির হার বাড়িয়েছে। ক্লাবের কার্যক্রমের মধ্যে রয়েছে রক্তের গ্রুপ নির্ণয়, মাশরুম চাষ, পেপার রিসাইক্লিং, ভেষজ পণ্য প্রস্তুত, পেরিস্কোপ নির্মাণ, লেবু থেকে বিদ্যুৎ উৎপাদন, ডিমের খোসা দিয়ে চক তৈরি, জৈব কীটনাশক ও ভ্যাকুয়াম ক্লিনার তৈরি, এবং ফল থেকে ডিএনএ শনাক্তকরণ।
মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞানচেতনা দৃঢ় করবে এবং পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি উচ্চমাধ্যমিক স্কুলকে ডিএনএ ক্লাবের আওতায় আনা হবে। প্রতি বছর সেরা শিক্ষক কো-অর্ডিনেটর ও শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে কাউন্সিল একটি বই আকারে সংরক্ষণ করে।