আগরতলা, ১২ আগস্ট, ২০২৫ঃ
খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া এডিসি ভিলেজের বিলাইকাং-এর কলইবস্তি এলাকায় জঙ্গলে সবজি সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হলেন অলীন্দ্র কলই নামে এক যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল প্রায় ১১টার দিকে নিজের জুম চাষের জমি থেকে কলার থোর সংগ্রহ করার সময় হঠাৎ একটি ভাল্লুক অলীন্দ্রকে আক্রমণ করে। ভাল্লুকের ধারালো নখে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। চিৎকার শুনে সঙ্গে থাকা অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে ভাল্লুকটিকে তাড়িয়ে দিয়ে তাকে উদ্ধার করেন।
দুর্গম এলাকার কারণে আহতকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা সময় নিয়ে জাতীয় সড়কে আনার পর গাড়িতে করে রাত সাড়ে ৯টার দিকে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
আহতের পরিবারের দাবি, এলাকায় রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে সময়মতো চিকিৎসা শুরু করা যায়নি। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।