আগরতলা, ১২ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরাকে নেশামুক্ত ও এইডস মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রজ্ঞাভবনে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি ও শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘বেল অব অ্যাওয়ারনেস’ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, একা সরকারের পক্ষে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়, জনসচেতনতা এবং সামাজিক নজরদারি অপরিহার্য।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ১ হাজার ১৮৭টি বিদ্যালয়ের ৬ হাজার শ্রেণিকক্ষে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির মোট ২ লক্ষ ৩১ হাজার শিক্ষার্থীকে একযোগে এইডস ও নেশা বিরোধী আলোচনায় যুক্ত করা হয়েছে। তিনি সতর্ক করেন, ইঞ্জেকটেবল ড্রাগস সেবনের সঙ্গে এইচআইভি সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে, তাই অভিভাবক ও শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। বর্তমানে রাজ্যে ৩,৪৩৩ জন এইডস আক্রান্তকে সরকারিভাবে ভাতা দেওয়া হচ্ছে এবং তাদের জন্য সব ধরনের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, বিদ্যালয় ও মহাবিদ্যালয় পর্যায়ে ১০০টি রেড রিবন ক্লাব গঠন করা হয়েছে, পাশাপাশি ১০০টি স্থানে পথনাটক ও মোবাইল টেস্টিং ভ্যান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে বিদ্যালয় স্তর থেকেই সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা চলছে।
অনুষ্ঠানে এক সময়ে মাদকাসক্ত থাকা এবং বর্তমানে নেশামুক্ত হয়ে উচ্চশিক্ষায় নিয়োজিত যুবক ম্যাগ্রামালিয়াম হালামকে মুখ্যমন্ত্রী সংবর্ধনা জানান।