আগরতলা, ১২ আগস্ট, ২০২৫ঃ
দেশপ্রেমের অনুভূতি সুদৃঢ় করতে এবং জাতীয় পতাকার সঙ্গে আবেগের সংযোগ স্থাপন করতে সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সোমবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ২০২৫ সালের হর ঘর তিরঙ্গা র্যালির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান সকলের মনে স্থাপন করা।
তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের দেশাত্ববোধ ও রাষ্ট্রীয় চেতনার প্রতীক। প্রত্যেক নাগরিকের কর্তব্য এর মর্যাদা অক্ষুণ্ণ রাখা।
২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে এই কর্মসূচির সূচনা হয়। চলতি বছর ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত তিন দফায় সারা দেশে পালন করা হচ্ছে কর্মসূচি। প্রথম পর্যায়ে ২ থেকে ৮ আগস্ট বিদ্যালয়ের দেওয়াল অঙ্কন, সজ্জা, তিরঙ্গা রাখী তৈরির প্রতিযোগিতা, র্যালি, প্রদর্শনী স্টল, কুইজ, রক্তদান, বসে আঁকো, স্বাস্থ্য শিবির ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে ৯ থেকে ১২ আগস্ট তিরঙ্গা মেলা ও কনসার্ট আয়োজিত হচ্ছে। তৃতীয় পর্যায়ে ১৩ থেকে ১৫ আগস্ট রাজ্যজুড়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদযাপন হবে।
মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, পুরনিগমসহ প্রত্যন্ত এলাকার মানুষকেও এই উদ্যোগ সফল করতে অংশগ্রহণের আহ্বান জানান। এদিনের র্যালি উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে রবীন্দ্রভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।