আগরতলা, ১৬ আগস্ট, ২০২৫ঃ
রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। শনিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, আর তার জন্য প্রয়োজন একাগ্রচিত্ত অনুশীলন। ত্রিপুরায় ক্রীড়া প্রতিভার অভাব নেই, এবং এই প্রতিভাকে কেন্দ্র করেই আগামী দিনে রাজ্যের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও ক্রীড়াক্ষেত্রে দেশের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে। রাজ্যে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেটের প্রসার ঘটাতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, বিসিসিআই সদস্য খাইরুন জামাল মজুমদার, বিসিসিআইয়ের সম্পাদক দেবজিৎ সাইকিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক রোমাল সিং এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি উপানন্দ দেববর্মা।
অনুষ্ঠানে বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য অর্জনকারী ক্রিকেটার ও দলকে পুরস্কৃত করা হয়। ভারতের মহিলা অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ শ্রাবনী দেবনাথকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রকাশিত স্মরণীকারেরও উন্মোচন করেন।