আগরতলা, ১৬ আগস্ট, ২০২৫ঃ
আসন্ন দুর্গাপূজায় আউটসোর্সিং কর্মচারীদের সময়মতো বোনাস প্রদান নিয়ে উদ্যোগ নিল রাজ্য প্রশাসন। শ্রমিকদের বোনাস দেওয়া প্রসঙ্গে শনিবার একটি পর্যালোচনা বৈঠক করলেন সমমতী টিংকু রায়। শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজ্যের কনট্রাক্টরস এবং আউটসোর্সিং এজেন্সির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় শ্রমমন্ত্রী টিঙ্কু রায় স্পষ্টভাবে জানান, আউটসোর্সিং কর্মচারীদের বোনাস সময়মতো প্রদান করতে হবে। তিনি বলেন, এসব কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রম করে চলেছেন, তাই উৎসবের আগে তাদের প্রাপ্য বোনাস যেন বিলম্ব না হয়, তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের লেবার কমিশনার বিশ্বজিৎ পাল, যুগ্ম লেবার কমিশনার বিনয় ভূষণ দাস, সচিব টি কে দেবনাথসহ আউটসোর্সিং কোম্পানিগুলির কর্মকর্তারা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রমমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৪০টি আউটসোর্সিং কোম্পানি কার্যরত রয়েছে এবং তাদের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কাজের সুযোগ পাচ্ছেন। তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবছর বোনাসের পরিমাণ বাড়ানো যায় কিনা সে বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে।