আগরতলা, ১৮ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম মানিক্যের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার আগরতলার আগুলি এলাকায় অবস্থিত মানিক্য এনক্লেভে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মহারাজার স্মৃতিকে সম্মান জানাতে বিশেষ ডাক কভার প্রকাশের পাশাপাশি দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেয় ইন্ট্যাক ত্রিপুরা অধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি বুবাগ্রা প্রদ্যোৎ মানিক্য, রাজমাতা বিভূ কুমারী দেবী, লোকসভার সাংসদ মহারানি কৃতি দেবী দেববর্মা ও মহারাজকুমারী প্রজ্ঞা দেববর্মা। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চল অঞ্চলের পোস্ট মাস্টার জোসেফ লালরিনসাইলোভা এবং একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় লোকশিল্পী সাদাগর কলাই তাঁর সঙ্গীত পরিবেশন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীতে মহারাজা বীর বিক্রমের কর্মজীবন ও অবদানকে বিশেষভাবে তুলে ধরা হবে।
ত্রিপুরার সর্বস্তরের মানুষের কাছে আজও মহারাজা বীর বিক্রম মানিক্য আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে সমাদৃত। জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান তাঁর প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠেছে।