আগরতলা, ১৮ আগস্ট, ২০২৫;
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আগামী ২২ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছে কংগ্রেস দল। এদিন আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে এই কর্মসূচি গৃহীত হয়েছে। এর মূল লক্ষ্য হলো বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা। আশিসবাবুর অভিযোগ, বিজেপি সরকার দেশে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার পাশাপাশি সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই কংগ্রেস এবার রাস্তায় নামছে।
এই কর্মসূচির কেন্দ্রীয় স্লোগান করা হয়েছে, “ভোট চোর, গদি ছোড়”। রাজ্যের প্রত্যেকটি জেলা ও মহকুমায় ধারাবাহিকভাবে মিছিল, পথসভা ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। তিনি জানান, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য কংগ্রেস সর্বাত্মক আন্দোলনে সামিল হবে।
এছাড়াও সর্বভারতীয় কংগ্রেস সূত্রে জানা গেছে, দেশজুড়ে একই সময়ে কংগ্রেসের এই কর্মসূচি পালিত হবে। দিল্লি থেকে শুরু করে প্রত্যন্ত রাজ্যগুলিতেও বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শানানো হবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও সেই আন্দোলনের অঙ্গ হিসেবে আগামী দিনগুলোতে বৃহত্তর গণআন্দোলনের ডাক দিয়েছে।