আগরতলা, ১৮ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দেববর্মা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি তুলেছেন, অ-উপজাতি যুবকদের সঙ্গে উপজাতি কন্যাদের বিয়ের মাধ্যমে কর ফাঁকি ও বেআইনি সুবিধা নেওয়ার প্রবণতা রুখতে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
তিনি জাতীয় তফশিলি উপজাতি কমিশনের চেয়ারপার্সনের কাছে এক চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে, অ-উপজাতি যুবকেরা সচেতনভাবে তফশিলি উপজাতি কন্যাদের সঙ্গে বিবাহ করছে শুধুমাত্র কর ফাঁকি দেওয়া এবং সরকারি সুবিধা ভোগের উদ্দেশ্যে।
তিনি জানান, বিবাহের পর অ-উপজাতি স্বামীরা ব্যবসা প্রতিষ্ঠান, যেমন—পেট্রোল পাম্প, গ্যাস এজেন্সি, রেশন শপ ইত্যাদি স্ত্রীর নামে চালিয়ে সরকারি কর এড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে ভর্তুকি পাচ্ছেন। উপজাতি জেলা পরিষদ এলাকায়ও উপজাতি কন্যাদের নামে জমি ক্রয় করে কর না দিয়ে বাগান, রাবার চাষ, ইটভাটা চালানো ও বন উজাড়ের মতো কাজ চলছে বলে তিনি অভিযোগ করেন।
রঞ্জিত দেববর্মা আরও জানান, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রেও একইভাবে সরকারি সুবিধা ভোগ করা হচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের বিবাহ অবিলম্বে বন্ধ করতে হবে এবং যেসব অ-উপজাতি যুবক ইতিমধ্যেই উপজাতি কন্যাদের বিয়ে করেছেন, তাদের সমস্ত তফশিলি জাতিভিত্তিক সুবিধা বাতিল করতে হবে।
এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ত্রিপুরার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং সচিবের কাছে।