আগরতলা, ২০ আগস্ট, ২০২৫ঃ
সংসদে সাংসদ বিপ্লব কুমার দেবের উত্থাপিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ত্রিপুরার চারটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন—ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর—কে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর আওতায় চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রেল স্টেশনগুলির আধুনিকীকরণ, উন্নত পরিষেবা এবং যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। রেলমন্ত্রী আরও উল্লেখ করেন যে, রেল খাতে উন্নয়নের কাজ ইউপিএ সরকারের সময়ের তুলনায় বর্তমান মোদি সরকারের আমলে প্রায় ৬.৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
ত্রিপুরার চিহ্নিত চারটি স্টেশনের চলমান কাজ সম্পর্কেও বিস্তারিত তথ্য দিয়েছেন রেলমন্ত্রী। আগরতলা স্টেশনে লিফ্টের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, পাশাপাশি ১২ মিটার ফুট ওভারব্রিজ এবং নতুন স্টেশন ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। ধর্মনগর স্টেশনে প্ল্যাটফর্ম শেল্টার, এপ্রোচ রোড এবং বাউন্ডারির কাজ সম্পন্ন হয়েছে, এখন সার্কুলেটিং এরিয়া উন্নয়ন, ১২ মিটার ফুট ওভারব্রিজ এবং এসকেলেটর স্থাপনের কাজ চলছে। কুমারঘাট স্টেশনে ১২ মিটার ফুট ওভারব্রিজ, সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন, অ্যাপ্রোচ রোড, নতুন ওয়েটিং হল এবং প্ল্যাটফর্ম শেল্টারের কাজ শুরু হয়েছে। অন্যদিকে, উদয়পুর স্টেশনে ১২ মিটার ফুট ওভারব্রিজ, ওয়েটিং হল এবং টয়লেটের আধুনিকীকরণ কাজ বর্তমানে গৃহীত হয়েছে।