আগরতলা, ২৩ আগস্ট, ২০২৫ঃ
“বিচার বিভাগে সাধারণ মানুষ প্রায়ই হয়রানির শিকার হন। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট বিভাগের কর্তা ও কর্মীদের আরও আন্তরিক হতে হবে।”
শনিবার
মোহনপুর মহাকুমায় নবনির্মিত সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আগামী প্রজন্মের জন্য সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে হলে সবার মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” একই সঙ্গে তিনি নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেকোনো আদালতে সার্বিক সুযোগ-সুবিধা থাকা জরুরি। মোহনপুর মহাকুমার এই নতুন আদালত সেই ধাচে নির্মিত হয়েছে। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য মহাকুমা আদালতও একইভাবে সর্বসুবিধাযুক্ত করার আহ্বান জানান তিনি। রাজ্য সরকার বর্তমানে অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকারে রেখে রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যালয় ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নির্মাণে জোর দিচ্ছে। তারই অঙ্গ হিসেবে মোহনপুরে এই নতুন আদালত গড়ে তোলা হয়েছে, যা স্থানীয় মানুষকে ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে আরও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এমএস রামচন্দ্র রাও, মুখ্য সচিব জীবন কুমার সিনহা সহ রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধনকর।