আগরতলা, ২৫ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ, এলাকার ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশন ও ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে। চার সপ্তাহের মধ্যে কমিশনগুলিকে এবং রাজ্য সরকারকে এই বিলম্বের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
তিপ্রামথা প্রতিষ্ঠাতা ও ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মা কিছু মাস আগে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেন, ২০২১ সালে ৫৮৭ টি ভিলেজ কমিটিগুলির মেয়াদ শেষ হলেও সময়মতো নির্বাচন হয়নি, ফলে ত্রিপুরার উপজাতি জনগণ তাদের সাংবিধানিক স্বশাসনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতিক্রিয়ায় প্রদ্যোত কিশোর বলেন, “আমি মাননীয় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। আমাদের মানুষ দীর্ঘদিন ভুগেছেন। যারা এই বিলম্ব ঘটিয়েছেন তাদের জবাবদিহি করতে হবে। নির্বাচনে হারের ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমি নীরব থাকব না।”
আইন অনুযায়ী, টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি গঠনের জন্য নির্দিষ্ট সময়ে নির্বাচন হওয়া বাধ্যতামূলক। কিন্তু নির্বাচিত ভিলেজ কাউন্সিল গুলির নির্বাচন না হওয়ায় রাজ্য রাজনীতিতে তা বড় বিতর্কের জন্ম দিয়েছে।