আগরতলা, ২৬ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরায় ফের একযোগে একাধিক স্থানে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি। সোমবার সকাল ৫ টা থেকেই পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আর্থিক অনিয়ম ও জমি জালিয়াতির অভিযোগে খয়েরপুরস্থিত সিপিএম নেতা পবিত্র কর, কাঞ্চনপল্লীর পরিতোষ ভৌমিক, ক্যাম্পেরবাজারের স্বরূপ বণিক এবং নলছড়ার হারাধন বৈদ্যের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালান।
ইডি সূত্রে খবর, একটি সংগঠিত ভূমি মাফিয়া চক্র এবং অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভুয়া জমি লেনদেনের মাধ্যমে এবং অন্যান্য বেআইনি কআজ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ তৈরি করা হয়েছে।
ক্যাম্পেরবাজারে স্বরূপ বণিকের বাড়িতে তল্লাশির সময় কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী স্বরূপ বণিক একটি বেসরকারি সংস্থার ম্যানেজার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তার ভাই সোমেশ বণিক বর্তমানে বিশালগড় মহকুমা শাসক দপ্তরে টিসিএস অফিসার হিসেবে কর্মরত।
ইডির লক্ষ্য মূলত নথি বাজেয়াপ্ত, জালিয়াতির প্রমাণ সংগ্রহ এবং সন্দেহভাজন অবৈধ সম্পত্তি জব্দ করা। গত জানুয়ারি মাসেও ত্রিপুরার একাধিক জায়গায় অভিযান করেছিল ইডি। মাদক ব্যাবসা ও আর্থিক অনিয়মের অভিযোগে অভিযান করেছিল ইডি।