আগরতলা, ২৬ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে ত্রিপুরা সরকার আজ ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগপত্র প্রদান করল। আগরতলার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা নবনিযুক্ত চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা দেওয়া যেত না। নতুন নিয়োগের ফলে সেই ঘাটতি অনেকটা পূরণ হবে। তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে আরও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্রগুলির আধুনিকীকরণ এবং রোগীদের বর্হিরাজ্যে রেফার কমে যাওয়া তার স্পষ্ট প্রমাণ। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, নবনিযুক্ত চিকিৎসকেরা নিষ্ঠার সঙ্গে রাজ্যবাসীর সেবায় আত্মনিয়োগ করবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যদপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, রাজ্যে চিকিৎসকের ঘাটতি পূরণে শীঘ্রই আরও ২১৫ জন চিকিৎসক নিয়োগ করা হবে। তিনি বলেন, জেলা ও মহকুমা হাসপাতালগুলির আধুনিকীকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং রাজ্যজুড়ে চিকিৎসা পরিকাঠামো উন্নত করার কাজ চলছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার।