আগরতলা, ২৭ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বর্তমানে তিনি কর্ণাটকের ব্যাঙ্গালোর অ্যাস্টার সিএমআই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে আগরতলা থেকে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্ববন্ধু সেন মস্তিষ্কে বাম পাশে রক্তক্ষরণে আক্রান্ত হওয়ায় আগেই ত্রিপুরায় ডিকমপ্রেসিভ ক্র্যানিওটমি করা হয়েছিল। পরে তাঁর মস্তিষ্কে পানি জমে চাপ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে ইভিডি প্রতিস্থাপন করা হয়। প্রাথমিক অবস্থায় ভেন্টিলেটরে রাখা হলেও বর্তমানে তিনি নিজে শ্বাস নিচ্ছেন। সংক্রমণ এড়াতে ৮ দিন পর পুনরায় ইভিডি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও স্নায়ুবৈজ্ঞানিক উন্নতি সীমিত।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড. রবি গোপাল ভার্মা জানিয়েছেন, রোগীর মস্তিষ্কের চাপ কিছুটা কমেছে তবে স্নায়ুবৈজ্ঞানিক অবস্থা তেমন পরিবর্তিত হয়নি।
গত ৮ আগস্ট আগরতলা রেলওয়ে স্টেশনে ধর্মনগর যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন বিশ্ববন্ধু সেন। প্রথমে তাঁকে ত্রিপুরা মেডিকেল কলেজ, পরে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো সার্জনরা তাঁর জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করেন। পরবর্তীতে দিল্লির এইমসের দুই বিশেষজ্ঞ তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর পরামর্শ দেন।