আগরতলা, ২৯ আগস্ট, ২০২৫ঃ
রাজ্য সরকার খেলোয়াড়দের সুরক্ষা, আর্থিক সহায়তা ও নিয়মিত প্রশিক্ষণ প্রদানে বিশেষ গুরুত্ব দিচ্ছে যাতে কোনো খেলোয়াড় পরিকাঠামোগত বা আর্থিক কারণে পিছিয়ে না পড়ে। আজ আগরতলা টাউন হলে জাতীয় ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে তিনি বলেন,
মন্ত্রী জানান, ইতিমধ্যে রাজ্যে ১৩টি সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে যার মধ্যে ১১টির উদ্বোধন সম্পন্ন হয়েছে। এছাড়া টেনিস, ভলিবল, ব্যাডমিন্টন কোর্ট এবং ২০টি ঘাসের মাঠ তৈরির কাজ চলছে। পানিসাগরে আন্তর্জাতিক মানের সুইমিংপুল, ধর্মনগর ও তেলিয়ামুড়ায় ইন্ডোর হল এবং কৈলাসহর ও উদয়পুরে যুব আবাসসহ নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৭ বছরে রাজ্যের খেলোয়াড়রা জাতীয় স্কুল গেমস, খেলো ইন্ডিয়া ও জনজাতি খেলায় মোট ১৬৮টি পদক অর্জন করেছে। ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে এবং প্রখ্যাত খেলোয়াড়দের পথ অনুসরণ করতে হবে। বিশেষ করে রাজ্যের মেয়েরা বর্তমানে খেলাধুলায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
এদিন ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় স্তরে পদকজয়ী বালক ও বালিকাদের ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে ক্রীড়ামন্ত্রী ও অতিথিরা ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান এবং উপস্থিত সবাইকে ‘ফিট ইন্ডিয়া’-র শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং।