আগরতলা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
দিল্লির যন্তর মন্তরে তিপ্রা মথার গণ অবস্থান কর্মসূচিতে প্রদ্যোত কিশোর দেববর্মার বক্তব্যে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় “মালিকানা” প্রসঙ্গ টেনে এনে তিনি বিস্ফোরক ভঙ্গিতে বলেন, “আগরতলা, তেলিয়ামুড়া, কাঞ্চনপুরের মালিক আমি। মালিক সব সময় মালিকই থেকে যায়, ভাড়াটিয়া কখনো মালিক হতে পারে না।”
তিনি অভিযোগ করেন, ধীরে ধীরে তিপ্রাসাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস ও সিপিআইএম-এর নাম উল্লেখ করে তিনি তিপ্রাসাদের মানুষকে সতর্ক করেন যে, নিজেদের হক আদায়ের জন্য এখনই এগিয়ে আসতে হবে। নাহলে তিপ্রাসাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে “চাকর” হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন প্রদ্যোত।
প্রদ্যোতের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যকে রাজন্য আমলের চিন্তাধারার প্রতিফলন বলে উল্লেখ করেছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এমন মন্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলেও সমালোচনা করেছেন। অন্যদিকে, তিপ্রাসা সমাজের একটি অংশের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই মন্তব্যকে ঘিরে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—দেশের রাজধানীর মতো গুরুত্বপূর্ণ স্থানে হঠাৎ প্রদ্যোতের এমন জ্বালামুখী বক্তব্য রাখার নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে। সমালোচকরা আশঙ্কা করছেন, আসন্ন দুর্গাপূজা উৎসবের আগে এই ধরনের উত্তেজনাকর মন্তব্য রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলতে পারে।